সহকর্মীদের সঙ্গীত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিতে এবং কর্মক্ষেত্রকে আরও আনন্দময় করে তুলতে মিউজিক ক্লাব চালু করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানে প্রাণবন্ত সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংকে নেওয়া বিভিন্ন কর্মীবান্ধব উদ্যোগগুলোর মধ্যে এটি একটি। এমন উদ্যোগের লক্ষ্য হলো, কর্মস্থলে পেশাদার দক্ষতার বাইরেও সহকর্মীদের বহুমুখী প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। ব্যাংকটির এই মিউজিক ক্লাব সংগীতপ্রেমী সহকর্মীদের একত্রিত করেছে, যা প্রতিভা বিকাশের সুযোগদানের পাশাপাশি সহকর্মীদের মাঝে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেও ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্যাংকটি। বিজ্ঞপ্তি