পটুয়াখালীর কালাইয়ায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ৯ শতাধিক স্বল্প আয়ের মানুষের মধ্যে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হসপিটাল প্রাঙ্গণে গতকাল শুক্রবার (৮ নভেম্বর ২০২৪) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি