প্রযুক্তি খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও জাপানের সনির পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট) নিয়ে এলো আকর্ষণীয় ইয়ার এন্ড সেল ক্যাম্পেইন- 'মাইন্ড বেস্নায়িং ডিলস, আনবিটেবল প্রাইস'। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত সনি-স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে এই বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রিকি লুকাস বলেন, 'বাংলাদেশে সনি পণ্যের জনপ্রিয়তা এবং গ্রাহক-আস্থার প্রতিশ্রম্নতি হিসেবে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর- সনি-স্মার্ট নিয়ে এসেছে এই বিশেষ ক্যাম্পেইন। এই আয়োজনে মাইন্ড বেস্নায়িং ডিলস, আনবিটেবল প্রাইসের পাশাপাশি থাকছে বেশকিছু চমকপ্রদ উপহার। সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে জি-ফাইভ নীতির ভিত্তিতে নিজেদের সেবাকে আরও উন্নত করতে সনি-স্মার্ট প্রতিশ্রম্নতিবদ্ধ।'
সারোয়ার জাহান চৌধুরী বলেন, 'সনি-স্মার্টের 'মাইন্ড বেস্নায়িং ডিলস, আনবিটেবল প্রাইস' ক্যাম্পেইনটি সম্মানিত ক্রেতাদের জন্য সনি-স্মার্টের পণ্য ক্রয়ের সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় সুযোগ। আমাদের লক্ষ্য প্রতিটি ক্রেতার কাছে সনি-স্মার্টের মানসম্পন্ন পণ্য ও সেবার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া, যা তাদের সন্তুষ্টি ও আস্থাকে আরও সদৃঢ় করবে।'
প্রসঙ্গত, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বিশ্বের প্রায় ১০০টি ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের বাজারে সরবরাহ করে। ২০২১ সালে সনি ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতের দায়িত্ব গ্রহণের পর থেকেই সনি-স্মার্ট ক্রেতাদের মাঝে এক আস্থা ও বিশ্বস্ততার নাম। বর্তমানে প্রতিষ্ঠানটির ২৫টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনার রয়েছে। ভবিষ্যতে শোরুম সংখ্যা ৫০-এ পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি