মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি "কহড়ষিবফমব ঝযধৎরহম ড়হ ঝযধৎর'ধয ইধহশরহম: ধহ ওহঃবৎধপঃরাব ঝবংংরড়হ" শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। ঢাকার ফারস হোটেলে গতকাল ২৫ জানুয়ারি আয়োজিত এ সেশনে অংশগ্রহণ করেন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, আঞ্চলিক প্রধান, দেশের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ এবং ইসলামী ব্যাংকিং উইন্ডোর ইনচার্জগণ ও ইসলামিক ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তাবৃন্দ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে সেশন উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্যে অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার েেত্র শরিয়াহ্ নীতিমালা ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন এবং ব্যাংকের সেস্নাগান "দতাই আমাদের শক্তি" এই ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অব ইসলামী ব্যাংকিং মো: জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল ও ডেপুটি চিফ অব ইসলামী ব্যাংকিং মোহাম্মদ মিজানুর রহমান সরকার কর্মশালায় উপস্থিত ছিলেন। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্য জাভেদ তারিক সেশনটি পরিচালনা ও সমন্বয় করেন। বিজ্ঞপ্তি