শেল্টেক্ (প্রা.) লিমিটেড গত ২০ জানুয়ারি বন্দরনগরী চট্টগ্রামে তাদের নতুন অফিসের উদ্বোধন করে। দক্ষিণ খুলশীস্থ জাকির হোসেন রোডের রুবিয়া হাইটসে (সড়ক নং ৩, বাড়ি নং ৭/এ/১, ২য় তলা) নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন করেন শেল্টেকের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মোঃ শরীফ হোসেন ভূঁইয়া, চিফ অপারেটিং অফিসার শাহজাহান, চিফ বিজনেস অফিসার হোসনেয়ারা পারভিনসহ শেল্টেকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি