বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

১০ হাজার কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ

  ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
১০ হাজার কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ
১০ হাজার কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ

চরাঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করছে শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ। সম্প্রতি এই কৃষি উন্নয়ন উদ্যোগের দ্বিতীয় পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে। চরাঞ্চলের কৃষকদের 'ফার্ম-টু-মার্কেট' সহায়তা দিয়ে ক্ষমতায়নে কাজ করেছে উদ্যোগটি। ইতোমধ্যে, টেকসই এই কৃষি উদ্ভাবন ৩৬টি চরের প্রায় ১০ হাজার কৃষকের জীবনমান উন্নত করেছে। টেকসই এ পদ্ধতি কৃষকদেরকে উৎপাদন বাড়িয়ে দারিদ্র্য সীমার উপরে উঠতে এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়তা করেছে। এ উদ্যোগের আওতায়, কৃষকদের জন্য টেকসই কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও বাজার সংযোগের সুযোগ তৈরি করা হয়েছে। এই সমন্বিত প্রচেষ্টা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে কৃষি কার্যক্রম ত্বরান্বিত করেছে। পাশাপাশি, কৃষকদের সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে টেকসই উন্নয়নে কৃষির গুরুত্বকে প্রতিফলিত করেছে উদ্যোগটি। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী অফিসার নাসের এজাজ বিজয় বলেন, 'বাংলাদেশের চরাঞ্চলগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফ্রেন্ডশিপের সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা কেবল কৃষকদের আয় বাড়াতেই সাহায্য করছি না, বরং খাদ্য নিরাপত্তা ও দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে অবদান রাখছি। কৃষকদেরকে প্রশিক্ষণ, দরকারি উপকরণ ও বাজারের সঙ্গে সরাসরি সংযোগ তৈরিতে কাজ করছি। এতে তারা বাধা পেরিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবেন। ইতিবাচক ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার জন্য এ ধরণের উদ্যোগ খুবই কার্যকরী। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে