মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সমিতি-ঢাকা'র ঐতিহ্যবাহী মেজবান ও মিলনমেলা

  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র ঐতিহ্যবাহী মেজবান ও মিলনমেলা
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র ঐতিহ্যবাহী মেজবান ও মিলনমেলা

শনিবার দিনব্যাপী রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে ঐতিহ্যবাহী 'মেজবান ও মিলনমেলা-২০২৫' আয়োজন করা হয়। বিভিন্ন পেশা, শ্রেণি ও নানান বয়সের প্রায় ত্রিশ হাজার লোকের সমাগমে মুখরিত হয়ে উঠে কলেজের আঙ্গিনা। শুধু চট্টগ্রামের বাসিন্দা নয়, বিভিন্ন জেলার লোকও অথিতি হিসেবে মেজবানে অংশগ্রহণ করেন। অষ্ঠাদশ শতক থেকে পুরোপুরি চট্টগ্রামে চালু হয় এ মেজবানির আয়োজন। শতবছরের অধিক পুরোনো চট্টগ্রাম সমিতি ঢাকা চট্টগ্রামবাসীর এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি দু'বছর পর পর এ ধরনের মেজবান আয়োজন করে থাকে। হাজার হাজার লোকের পদচারণায় এ মেজবান উৎসবের আমেজে পরিণত হয়; চেনা জানা পরিচিতি অনেকের সাথে দেখা সাক্ষাত হয়, নিজেদের আঞ্চলিক ভাষায় মন খুলে কথা বলে পরস্পরের সাথে; এ যেন হয়ে উঠে ঢাকার বুকে একখন্ড চট্টগ্রাম। সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মলিস্নক এর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন মেজবান কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সহসভাপতি, অর্থ সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সদস্যবৃন্দ, সমিতির উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড ও হাসপাতাল কমিটির সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য সচিব ও সদস্যবৃন্দ। এছাড়া সরকারের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রকৌশলী, বিচারপতি, আইনজীবী, চিকিৎসক, বেসরকারী সংস্থার কর্মকর্তাসহ নানান পেশাজীবী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে