শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে সাগর ঘেঁষে রাতে বিমান উড্ডয়ন

জাবেদ আবেদীন শাহীন, কক্সবাজার প্রতিনিধি
  ২৯ অক্টোবর ২০২৪, ১০:৫০
ফাইল ছবি

চারিদিকে জলরাশি মিটিমিটি আলো জ্বলছে, রাতে আকাশ থেকে সমুদ্রে ঘেষা রানওয়েতে বিমান নামার দৃশ্য যেমন উপভোগ্য ঠিক তেমনই রোমাঞ্চকর হচ্ছে যাত্রীরা।

রানওয়েতে অবতরণের সময় বিমানটি যেন সাগর ছুঁয়ে যাচ্ছে। দিনের আলোতে আকাশপথে কক্সবাজার যাওয়ার দিন শেষ। এখন থেকে দীর্ঘ কাঙ্খিত রাতেও কক্সবাজারে বিমান অবতরণ ও উড্ডয়ন করছে। কক্সবাজারের বিমানবন্দর দিয়ে রোববার থেকে রাতের বেলায় কক্সবাজার-ঢাকা বিমান চলাচল শুরু হয়েছে। এতে কক্সবাজার পর্যটন শিল্পে নতুন এক চমক সংযোজন হলো।

এতদিন কক্সবাজারে সন্ধ্যা সাড়ে ৬টা পর্য বিমান চলাচল করলেও, এখন রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী বিমান চলাচল করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে প্রতিদিন ১৭টি ফ্লাইট রয়েছে যা নতুন সময়সূচিতে আরও বৃদ্ধি পাবে।

এতে করে পর্যটক ও যাত্রীরা কক্সবাজারে কাজ শেষ করে দিনেই ফিরে আসার সুবিধা পাবেন। বিশেষ করে বিদেশি পর্যটকদের আগমন বাড়বে। পাশাপাশি কক্সবাজারের পর্যটন শিল্পের ব্যবসা-বাণিজ্যেও দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে। রাতের ফ্লাইট চালুর মাধ্যমে কক্সবাজারের পর্যটন খাতের দ্রুত বৃদ্ধি পাবে বলে জানান পর্যটন খাত সংশ্লিষ্টরা।

এব্যাপারে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন জানান, এখন থেকে ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকসহ সবাই সকালে কক্সবাজারে গিয়ে রাতেই ফিরতে পারবেন। বর্ধিত সময়সূচী অনুযায়ী প্রথমদিনে রাত সোয়া ৮ টায় প্রথম ফ্লাইট এবং রাত সোয়া ১০ টায় দ্বিতীয় ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে ছাড়বে। এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যটন খাত ও ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হবে। কক্সবাজারের সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে।

তিনি আরো বলেন, এখন থেকে নতুন সময়সূচী অনুযায়ী বিমান চলাচল হবে। কক্সবাজার থেকে দিনে ১৭টির বেশী বিমান অবতরণ ও উড্ডয়ন করবে।

বেবিচক সূত্রে জানা গেছে, বিমানবন্দর আধুনিকায়ন রানওয়ের প্রশস্থ হওয়া ও অন্যান্য অবকাঠামো উপযোগী হয়ে উঠায় সব ধরনের বিমান চলাচল করছে। এখন থেকে প্রতিদিন বিমান উঠানামা করবে ১৭টির বেশী ফ্লাইট পর্যায়ক্রমে তা বাড়বে। এর ফলে এয়ারলাইন্স ব্যবসার সঙ্গে জড়িতরা লাভবান ও যাত্রীরাও বেশী উপকৃত হবেন। কক্সবাজারের আধুনিক পর্যটন শিল্প বিকাশে বিমান গুরুত্বপূর্ণ রাখবে।

পর্যটকরা জানান, এখন কক্সবাজারে পর্যটন মওসুম চলছে। সার্বিক বিবেচনা নিয়ে কতৃপক্ষ রাতে বিমান চলাচলের সময় বাড়ানো খুবই ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যটকরা চাইলে দিনব্যাপী ঘুরে বেড়ানো পর রাতে ঢাকায় ফিরে যেতে পারবেন। এতে করে ভ্রমণ বিলাসীদের হোটেলে থাকা-খাওয়ার খরচও বেঁচে যাচ্ছে, সময় কম লাগছে। তবে ঢাকা কক্সবাজার রুটে বিমান ভাড়া যাত্রীদের নাগালে মধ্যে রাখলে ভালো হবে বলে জানান তারা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে