জঙ্গীবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক কবির আহাম্মেদ মন্ডলের নেতৃত্বে মহানগরের তেলিপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মিনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শাপলা মেনশনের সামনে সমাবেশ করে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি বেগম শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক কবির আহাম্মেদ মন্ডল প্রমূখ।
এমপি বেগম শামসুন্নাহার ভূইয়া বলেন, জামাত শিবির আবারও দেশে সন্ত্রাসী কার্যক্রম করতে চায়। তারা ভাস্কর্য নিয়ে কথা বলে,দেশে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সৃষ্টি করতে চায়। তাই শ্রমিক লীগের সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd