সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটের সহকারী শিক্ষক নূরুল ইসলাম প্রধান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২১, ১৮:৩১
ঘোড়াঘাটের সহকারী শিক্ষক নূরুল ইসলাম প্রধান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ
ঘোড়াঘাটের সহকারী শিক্ষক নূরুল ইসলাম প্রধান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষ্ণরামপুর ফাযিল-স্নাতক মাদ্রাসার সহকারী শিক্ষক নূরুল ইসলাম প্রধান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ। গত ২৯ নভেম্বর ২০১৮ইং তারিখে হৃদ রোগে আক্রান্ত হয়ে আল-হেলাল হসপিটাল, ঢাকায় অকাল মৃত্যূ বরণ করেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যূর পূর্বে এই শিক্ষক বহু প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে নূরুল ইসলাম প্রধান জয়রামপুর উচ্চ বিদ্যালয় ও জয়রামপুর পল্লী কানন প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন ফাউন্ডেল (বিএমএফ) দিনাজপুর জেলা শাখার জেলা কো-অর্ডিনেটর দায়িত্বসহ সহকারী মৌলভী শিক্ষক কৃষ্ণরামপুর স্নাতক-ফাযিল মাদ্রাসায় অত্যন্ত সুনামের সহিত চাকুরী করেন।

এছাড়াও একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। নূরুল ইসলাম প্রধানের অকাল মৃত্যুতে তার পরিবারবর্গ ও সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে