নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ^রী নদীর ১নং বালুমহালের তিনালী এলাকায় বৃহস্পতিবার দুপুরে বালু তোলার পোল্ডার উল্টে চালক খোকন মিয়া (৩৫) নিহত হয়েছেন। নিহত খোকন দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোমেশ^রী নদীর ১নং বালু মহালে প্রতিদিনের ন্যায় খোকন মিয়া পোল্ডার দিয়ে লড়িতে বালু তোলার কাজ করছিলো। কাজ করার এক পর্যায়ে পোল্ডারের চাকা বালু মহালের একটি গর্তে পড়ে উল্টে গেলে চালক খোকন গাড়ির নীচে চাপা পড়ে। এ সময় বালু মহালের শ্রমিকরা খোকন মিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার অফিসার ইন্চার্জ শাহ্ নুর এ আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যত্বা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd