বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​​​​​​​মাদারীপুর পৌরসভার ময়লা ফেলা হচ্ছে সড়কের পাশে

মনজুর হোসেন, মাদারীপুর
  ২৬ জানুয়ারি ২০২২, ২১:১০

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত পৌরসভাটি ১৯৯১ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয় পৌরসভার বয়স ১৪৭ বছর পার হলেও এখন পর্যন্ত পৌরসভা কর্তৃপক্ষ শহরের ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্মাণ করতে পারেনি বর্জশোধনাগার ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় এক এক সময় এক এক জায়গায় খোলা রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা বিগত বছরের বেশি সময় ধরে ময়লা ফেলা হচ্ছে মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে খোলা জায়গা মহাসড়কের পাশে হওয়ায় প্রতিদিন দুর্গন্ধে চরম বিড়ম্বনায় যাত্রী-চালকসহ সাধারণ পথচারী পরিবেশ হচ্ছে দূষিত স্থানীয়দের দাবি পৌরসভা কর্তৃপক্ষ যেন দ্রæ খোলা জায়গায় ময়লা ফেলা বন্ধ করে এবং বর্জশোধনাগার নির্মাণ করে

সরেজমিন ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে কথা বলে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে প্রতিদিন অন্তত ত্রিশ হাজার মানুষ বিভিন্ন যানবাহনে যাতায়াত করেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপর ইউনিয়নের বড়মেহের এলাকায় প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা নিয়ে আসা হচ্ছে এখানে বছরেরও বেশি সময় ধরে ময়লা-আবর্জনা ফেলার কারনে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের পাশাপাশি যাত্রী চালক এখান থেকে ময়লা-আবর্জনা সরাতে বার বার তাগিদ দিলেও কোন সমাধান পাননি বলে অভিযোগ ইউনিয়নবাসীর এতে সড়কে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা চলাচলকারী যাত্রী চালকদের

স্থানীয় সৈকত আলম বলেন, আমরা ইউনিয়নের বাসিন্দা কেন পৌরসভার ময়লা এখানে মেলা হবে বার বার বিষয়টি জানানো হলেও কেউ পদক্ষেপ নিচ্ছে না খোলা জায়গায় ময়লা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে এতে মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে যাবে

সাইমুন মাতুব্বর বলেন, পৌরসভা বছরে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে সে জন্য পৌরবাসীকে পর্যাপ্ত নাগরিক সুবিধা দিবে কর্তৃপক্ষ কিন্তু কি কারনে পৌরসভার ময়লা আবর্জনা মোস্তফাপুর ইউনিয়নে ফেলা হচ্ছে আমরা বুঝছি না দ্রæ এই সমস্যার সমাধান চাই

বরিশাল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রী ভোলা সাহা বলেন, ব্যবসায়ীক কাজে মাসে দুই থেকে তিনবার ঢাকা যাতায়াত করি কিন্তু মোস্তফাপুর এলাকায় আসলেই বমি চলে আসে ময়লা আর আবজর্নার দুর্গন্ধে এখন অতিষ্ঠ দ্রæ এই ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে এগুলো অপসরণ করা উচিৎ

মাদারীপুর পৌরসভা সূত্র বলছে, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা ব্রিটিশ আমলের পৌরসভাটি ১৯৯১ সালে প্রথম শ্রেণিতে উন্নীত লাভ করে এই পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় দুই লাখ মানুষের বসবাস কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদসহ বিভিন্ন খাতে গত অর্থবছরে ১০৬ কোটি টাকা রাজস্ব আদায় করছে পৌর কর্তৃপক্ষ

মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ জানান, পৌরসভার জায়গা সংকটের কারনেই অন্যত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা এজন্য সরকারের কাছে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে আশা করছি, চলতি বছরেই সরকার থেকে জাগয়া অর্থ পেলে শিগগিরই এই সমস্যার সমাধান হবে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে