শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

​​​​​​​বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব: নোয়াখালীতে ৫ সংগঠনের আবৃত্তি প্রযোজনা উপস্থাপন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৭ জানুয়ারি ২০২২, ২০:৩০

বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে নোয়াখালীর পাঁচটি আবৃত্তি সংগঠন বঙ্গবন্ধু নিবেদিত আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে টানা দেড়ঘন্টা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করা হয় সংগনগুলো হলো- নোয়াখালী আবৃত্তি একাডেমি; শব্দ কুটির, নোবিপ্রবি; অনিবার্ণ ৭১, সুবর্ণচর; কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ এবং ছন্দবৃত্ত, হাতিয়া

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লাহ, সেনবাগ সরকারি কলেজের উপাধ্যক্ষ দিদারুল আলম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস্ ডিউ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য শওকত জাহান কনিকা, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের সভাপতি করিমুল হক সাথি, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, অনিবার্ণ ৭১, সুবর্ণচরের সভাপতি মারজান বেগম, সাধারণ সম্পাদক রুম্পা ইয়াছমিন, ছন্দবৃত্ত, হাতিয়ার সভাপতি কামরুজ্জামান, শব্দ কুটির, নোবিপ্রবির সংগঠক আবদুর রহিম বাদশা প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘আবৃত্তিশিল্পের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আজ বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব উদ্বোধন করলেন এটি আবৃত্তিশিল্পীদের অনেক বড় গর্বের বিষয়আবৃত্তিশিল্পীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘সরকার প্রধান আপনাদের সাথে আছেন তিনি আপনাদের অবদানের স্বীকৃতি দিয়েছেন এর চাইতে বড় আর কিছু হতে পারে না সময় নোয়াখালীতে আবৃত্তিশিল্পের উন্নয়নে সম্ভব সব ধরণের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক

এর আগে সকাল ১০টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন করেন সময় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলার পাঁচটি আবৃত্তি সংঠনের ৭২ জন আবৃত্তিশিল্পী উৎসবে যোগ দেন

পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের শ্লোগান হচ্ছেজন্মের সুবর্ণে জাগো সম্প্রীতির স্বরে মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে উৎসবে প্রথমবারের মতো বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক দেওয়া হয় ২০২০ সালের জন্য গোলাম মোস্তফা (মরণোত্তর), ২০২১ সালের জন্য সৈয়দ হাসান ইমাম আশরাফুল আলম এবং ২০২২ সালের জন্য জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী মদিনা ভাস্বর বন্দোপাধ্যায়কে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক প্রদান করা হয়

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য সম্প্রচার মন্ত্রী . হাছান মাহমুদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাক আহ্কাম উল্লাহ

উৎসবে স্থানীয় পর্যায় থেকে একই সঙ্গে ৬৪ জেলায় আবৃত্তি সংগঠনের প্রতিনিধিরা অনলাইনে অংশগ্রহণ করেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে