বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ডিমলা উপজেলাকে তামাকচাষমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  ১৭ মে ২০২২, ২১:২৭
ডিমলা উপজেলাকে তামাকচাষমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় ও কৃষি যন্ত্রপাতি বিতরণ
ডিমলা উপজেলাকে তামাকচাষমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসে নীলফামারীর ডিমলা উপজেলাকে তামাকচাষমুক্ত করার লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে নীলফামারী- (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের মতবিনিময় কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝে ৫০% ভর্তুকি মূল্যে উপজেলা সদরের দক্ষিণ তিতপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে কৃষক নুর আলমকে ২৮ লাখ টাকা মূল্যের এসিআই মোটর্সের কম্বাইন হারভেস্টার (ধান মাড়াই) একটি মেশিন বিতরণ করা হয়

বিতরণ অনুষ্ঠানে নীলফামারী- (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে