কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ অবান্তর বক্তব্য দেওয়ার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে বিকেল ৪টায় বরুড়া উপজেলা, পৌরসভা ও বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে বরুড়া পৌর সদর জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শাহীন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বরুড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিনুর হোসেন শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ লিপন খন্দকার, বরুড়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল উদ্দিন হান্নান, সহ সভাপতি মোঃ শাহিন আলম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহিমুল ইসলাম রিয়াদ।
এর পূর্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে বক্তারা কেন্দ্রীয় ছাত্র দলের সাধারন সম্পাদক জুয়েল হোসেন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপুর্ন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সর্ব শেষ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন এর বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd