বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন শীঘ্রই চালু 

রামগড়( খাগড়াছড়ি) প্রতিনিধি
  ২৩ জুন ২০২২, ১০:৩২

সীমান্ত জটিলতার কারণে কয়েক মাস ধরে রামগড় স্থলবন্দরের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে।জটিলতা নিরসনের আগ পর্যন্ত নোম্যান্সল্যান্ড (সীমান্তের ১৫০গজের) বাহিরে অস্থায়ী ভিত্তিতে আগামী দুই মাসের মধ্যে আইসিপি, ইমিগ্রেশন কাস্টমস এর জন্য দ্রুতগতিতে স্থাপনা নির্মাণ করে রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন সহ অন্যান্য কার্যক্রম চালুর সম্ভাবনা আছে

বুধবার (২২জুন) বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটির প্রকল্পের আওতায় রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু পরিদর্শনে এসে এসব তথ্য জানান বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আলমগীর, ডিআইজি ইমিগ্রেশন ল্যান্ড কাস্টম মোঃমনিরুজ্জামান।

পরে স্থলবন্দররে জন্য অবকাঠামো নির্মাণের স্থান প্রকল্পের অগ্রগতি বিষয়ে রামগড় পৌরসভার সম্মেলনকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থলবন্দর প্রকল্পের পরিচালক মো. সারোয়ার আলম,খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. আলীমউল্লাহ, রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল প্রমূখ

যাযাদি/এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে