নেত্রকোণার কলমাকান্দায় বন্যার্তদের মাঝে অব্যাহত ভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি।
গত চারদিন ধরে উপজেলার কলমাকান্দা, নাজিরপুর, পোগলা, বড়খাপন, লেংগুড়া, খারনৈ, কৈলাটি ও রংছাতি ইউনিয়নে বিরতিহীন ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এ ছাড়া এমপি মহোদয়ের টিম আলী হায়াত আমান ও প্রেমানন্দ বর্মন এর নেতৃত্বে আাটটি ইউনিয়নের আশ্রয় শিবির সমূহে রান্না করা খাবার নিয়মিত ভাবে বিতরণ করে যাচ্ছেন।
এ ব্যপারে আওয়ামী লীগ ও ভাতৃপ্রতীম সংগঠন সমূহের নেতাকর্মীগণ সহযোগিতা করে যাচ্ছেন।
এমপি মানু মজুমদার জানান, যতদিন মানুষের কষ্ট লাঘব না হবে ততদিন পর্যন্ত তিনি সার্বিক সহায়তা করে যাবেন। তিনি সরকারের নিকট পর্যাপ্ত বরাদ্দের দাবি জানানোর পাশাপাশি সমাজের বিত্তবান লোকদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd