সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গৌরীপুরে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি
  ৩০ জুন ২০২২, ১০:৫০
গৌরীপুরে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ সম্পন্ন
গৌরীপুরে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় উচ্চমূল্য ফসলের (ড্রাগন,ক্যাপসিকাম,গ্রীষ্মকালীন টমেটো, মাল্টা,আনার) চাষাবাদ পদ্ধতি পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ ২০২২ (২য় ব্যাচ) সফল ভাবে সমাপ্ত হয়েছে

বুধবার (২৯জুন) উপজেলা কৃষি অফিস সভা কক্ষে জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে উপজেলা কৃষি অফিস কর্তৃক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজন করে এতে প্রধান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ তার বক্তব্যে বলেন গৌরীপুরে উচ্চমূল্য ফসল (ড্রাগন,ক্যাপসিকাম,গ্রীষ্মকালীন টমেটো, মাল্টা,আনার) চাষাবাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লুৎফুনন্নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ

উপজেলা কৃষি অফিসার জানান প্রশিক্ষণ কর্মশালায় গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন কৃষক ২য় ব্যাচের প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এর আগে গত ২৩ জুন ১ম ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয় এই প্রশিক্ষণে উচ্চমূল্য ফসলের (ড্রাগন,ক্যাপসিকাম,গ্রীষ্মকালীন টমেটো, মাল্টা,আনার) চাষাবাদ পদ্ধতি পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির বিভিন্ন বিষয়ে অবগত করানো হয় প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে