বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাত ধোয়া পানির বেসিন থেকে নবজাতক শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (০২ জুলাই) সকাল ১০টায় হাসপাতালে আসা একজন রোগী হাত ধুতে গিয়ে করোনার জন্য তৈরী করা বেসিনের মধ্যে ওই নাবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মী অজয় কুমার হুইকে জানায়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ অবহিত করার পর থানা পুলিকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুল হাসেম বলেন, উদ্ধার হওয়া ওই নবজাতক পুত্র সন্তান। কে বা কাহারা রাতের কোন এক সময় পানির বেসিনে ফেলে রেখে গেছে। মরদেহের ময়ন্ তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ বলেন, ওই মৃত নবজাতক শিশুপুত্রের ভ্রণের বয়স ২৩ থেকে ২৪ সপ্তাহ হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd