মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
walton

কালীগঞ্জে বঙ্গমাতার জন্মদিনে আলোচনা, দোয়া ও সেলাই মেশিন বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০৮ আগস্ট ২০২২, ১১:৩৮

গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে

সোমবার (০৮ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা সেলাই মেশিন বিতরণ করা হয়

ইউএনও মো. আসসাদিকজামানের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবনী নিয়ে স্মৃতিচারন, আলোচনা আনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জাতীয় মহিলা শাখা কতৃক পরিচালিত তথ্য আপা সুবাহ তামান্না, উপজেলা মহিলা 'লীগের সাধারণ সম্পাদক মাফুজা পারভীন প্রমূখ সময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, গণমাধ্যমকর্মী, নারী উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন

আলোচনা শেষে উপজেলা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় দুস্থ, অসহায় জন প্রশিক্ষিত নারীকে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয় এছাড়াও শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া দোয়া প্রার্থনা করা হয়

অন্যদিকে, কালীগঞ্জ পৌর প্রশাসনের আয়োজনে পৌর অডিটোরিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে