মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডামুড্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ০৮ আগস্ট ২০২২, ১৪:০২

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম শুভ জন্মবার্ষিকীতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এরপর আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সোমবার ( আগষ্ট) সকাল সাড়ে ১০টায় "মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা" এই স্লোগানে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে ডামুড্যা উপজেলা প্রশাসন

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবিতা সরকার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ, প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুল রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদ হাসান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন

আলোচনা সভায় বক্তারা অতি গর্বের সহিত জানান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় দল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর স্ত্রী হয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন তিনিআন্তর্জাতিকভাবে দেশকে তুলে ধরতেও বঙ্গবন্ধুর সঙ্গে অবদান রেখেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব

তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম শুভ জন্মদিনে তাঁর অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন তাঁর প্রিয় সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব

পরে উপস্থিত অতিথিরা বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ১হাজার বৃক্ষ রোপন এবং দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন

সবশেষে উপজেলা জামে মসজিদের ইমান মাওলানা আব্দুল হাই এর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে