বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেনন হত্যা চেষ্টার ৩০ বছর: বিচারের দাবীতে বাবুগঞ্জে বিক্ষোভ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২২, ১৭:১২

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে সন্ত্রাসীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ১৭ আগষ্ট বুধবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাবুগঞ্জ উপজেলা পরিষদ এর সামনের সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়

'সাম্প্রদায়িক মৌলবাদ, জঙ্গিবাদ, ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাস রুখে দাও, অসম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখোএই শ্লোগানকে সামনে রেখে রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ৩০ বছর পূর্তিতে সন্ত্রাস বিরোধী দিবসের ডাক উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সমাবেশ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন

জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ এর সভাপতিত্বে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো.শাহিন হোসেনের সঞ্চালন সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমরেড টিএম শাহজাহান, কমরেড বিশ্বজিৎ বাড়ৈ, কমরেড মতিউর রহমান কালু, কমরেড আনিচুর রহমান সবুজ, জামাল উদ্দিন, যুবমৈত্রীর উপজেলা সভাপতি হাসানুর রহমান পান্নু প্রমুখ এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন

এসময় বক্তারা বলেন, পুরো আগস্ট মাসই একটা আতঙ্কের মাস ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে ঘাতকের দল৯২ সালে প্রগতিশীল, সমাজ পরিবর্তনের লড়াকু সৈনিক রাশেদ খান মেননকে হত্যার চেষ্টা করা হয় ১৯৯২ সালের আজকের এইদিনে ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য সন্ত্রাসীরা গুলি করে ৩০ বছর হয়ে গেলেও সন্ত্রাসীরা এখনও বিচারের আওতায় আসেনি আমরা ওই সকল সন্ত্রাসীদের বিচারের দাবী করছি এছাড়া দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে মানুষ অসহায় হয়ে পরছে বলে বক্তারা বলেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে