নীলফামারীর জলঢাকায় ডাবু ও ফরগুটিসহ চার জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার ধর্মপাল ইউনিয়নের দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বদিকে দেওনাই নদীর তীরে বালুর চরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয।
আটককৃতরা হলেন, খেরকাটি চেয়ারম্যান পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক"র ছেলে মোহাম্মদ মানিক মিয়া(৪২), পাইটকাপাড়া এলাকার রশিদুল ইসলাম"র ছেলে মোঃ আনারুল ইসলাম(৩০), ডোমার উপজেলার শেওটগাড়ী, হরিনচড়া এলাকার জোনাব আলীর ছেলে নুরুল ইসলাম(৪০), ও নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ এলাকার মফিজার রহমান"র ছেলে বাবুল হোসেন(৪৪)।
এঘটনায় জলঢাকা থানায় একটি মামলা রুজু পূর্বক মঙ্গলবার আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/মনিরুল