ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৭ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
শহরতলীর ঘাটুরায় অবস্থিত হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত পিঠা উৎসব পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন মোঃ একরামউল্লাহসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত জানান।
পিঠা উৎসবে পাক্কন পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠাসহ হরেক রকমের পিঠা স্থান পায়।
পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীসহ আমন্ত্রিত শিল্পীরা।
যাযাদি/মনিরুল