রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
walton

ফেনী পৌর পরিষদের দ্বিতীয় বর্ষ পূর্তিতে ইমাম মুয়াজ্জিনদের সংবর্ধনা

ফেনী প্রতিনিধি
  ১৮ মার্চ ২০২৩, ১৯:১৬

ফেনী পৌরসভার বর্তমান পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পৌরসভার ১৮ টি ওয়ার্ডের ২২০টি মসজিদের ৫২৬ জন ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার ১৮ মার্চ সকালে পৌরচত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান একজন খাঁটি মুসলমান ছিলেন, বঙ্গবন্ধুই ইসলামি ফাউন্ডেশন গড়েছেন, তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছেন। বর্তমান সরকার ক্ষমতায় থাকলেই আলেম- ওলামারা নিরাপদ থাকে।

তিনি বলেন, ইমামদের সর্বোচ্চ সম্মান দেয়ার জন্য সকল জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া আছে। ইমামরা যে কথা বলবে সে গুলো মানুষ গ্রহণ করবে। কোন বিষয় নিয়ে ভুল ব্যাখ্যা না করার আহবান জানান তিনি। এ সময় তিনি মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজীর কাজের প্রশংসা করে আগামীতে আরও অত্যাধুনিক ফেনী পৌরসভা গড়তে সকলকে সহযোগিতা করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ- উল হাসান বলেন, ফেনী জেলাকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। মসজিদে মুসল্লীদের সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করলে সমাজ পরিবর্তন হবে। সকল নাগরিকরা যদি তাদের দায়িত্ব পালন করে সুন্দর পরিবেশ বজায় থাকবে, সুন্দর ফেনী গঠিত হবে। পুলিশ সুপার জাকির হাসান বলেন, এ আয়োজনে মুসলমানদের সম্মানিত করেছে। ফেনীতে ইমাম মুয়াজ্জিনদের সাথে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যাক্তি বর্গের সৌহাদ্যপূর্ণ পরিবেশ রয়েছে। ইমামরা সমাজ বদলাইতে চাইলে যে কোন ভাবে করতে পারে৷ এ সময় তিনি আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে ফেনী পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এখানে এসেছেন। সমাজের সম্মানিত ব্যক্তিদের সম্মাননা দেয়ার উদ্দেশ্য এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, নিজাম হাজারী দায়িত্ব নেয়ার পর থেকে সকল ইমামদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে, নিরাপত্তা দেয়া হয়েছে। ফেনী এখন শান্তির জনপদ। তিনি ফেনীকে সন্ত্রাসের জনপদ থেকে শান্তির জনপদে পরিণত করেছেন। এ সময় তিনি পৌরসভার উল্লেখ যোগ্য উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আগামীতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ হাফেজ আহম্মদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উল হায়দার চৌধুরী সোহেল, ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ, ফেনী জহিরিয়া মসজিদের খতিব মাওলানা মুফতি ইলিয়াস, রিয়াজ উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের খতিব মাওলানা মাসুম, ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা আমির হোসেন, উপস্থিত ছিলেন পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর। অনুষ্ঠানে গত দুই বছরে ট্রেড লাইসেন্স, পৌর কর, রেমিট্যান্স প্রেরনকারী, ছাদবাগান, হাফেজ, সেরা বাজার পরিদর্শক কর্মকর্তা, সেরা পঞ্চায়েত কমিটি, সেরা পরিচ্ছন্নতা কর্মী ক্যাটাগরিতে মোট ৯ জনকে পুরষ্কৃত করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে