বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে প্রোগ্রাম অন এগ্রিকালচার রুরাল ট্রান্সফরমেশন অফ নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটর্নার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ মে আদমদীঘি কৃষি সম্প্রসারণ হল রুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার দীপ্তি রানী রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া বেগম, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, উপ সহকারি কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, কৃষক রাজু আহমেদ, আব্দুল মান্নান, তোফাজ্জল হোসেন প্রমুখ। কংগ্রেসে প্যাকেজ প্রযুক্তিজ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রকল্প এলাকায় কৃষি প্রযুক্তি. কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য পুষ্টি, কৃষিপণ্য মুল্যশৃংখলা এবং পাটনারের প্রযুক্তি ও কলাকৌশল সমুহের টেকসই বিষয়ক বিষদ অলোকপাত করা হয়।
এই কংগ্রেসে উপজেলা বিভিন্ন এলাকার কৃষক কৃষাণী সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।