বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

নাইক্ষংছড়ি প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১১:৩০
আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 
আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

আর্তমানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন। দীর্ঘ কাল যাবত অসহায় মানুষের পাশে দাড়িয়ে এতিম অসহায় দুঃস্থ লোকজনকে সহয়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ শত পরিবারকে ইফতার সামগ্রী ও ২৫ টি এতিম খানায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৮ মার্চ) সকাল ১০টার সময় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ নিজস্ব কার্যলয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এস ইফতার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আল নজির ফাউন্ডেশনের পরিচালক ডঃ আল্লামা হারুন আজিজি বলেন, উক্ত ফাউন্ডেশন তার মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমেদ ও মাতার নামে করা হয়েছে। যাহাতে তাদের আত্বা শান্তি পায়।

ইফতার ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আবদুল হক , ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা আজিজুল হক, মাওলানা আবদুল গফুর প্রমুখ।

এসময় অসহায় দুঃস্থ ৫ শত মানুষের মাঝে চিনি, তৈল, ডাল, পিয়াজ, খেজুর চুলা মুড়ি, সেমাই সহ নানা সামগ্রী বিতরন ও ২৫ টি এতিম খানা, মসজিদে নসদ অর্থ প্রদান করা হয়।

আগামীতে ও এই সাহায়তা অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে