শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

নাইক্ষংছড়ি প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১১:৩০

আর্তমানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন। দীর্ঘ কাল যাবত অসহায় মানুষের পাশে দাড়িয়ে এতিম অসহায় দুঃস্থ লোকজনকে সহয়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ শত পরিবারকে ইফতার সামগ্রী ও ২৫ টি এতিম খানায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৮ মার্চ) সকাল ১০টার সময় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ নিজস্ব কার্যলয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এস ইফতার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আল নজির ফাউন্ডেশনের পরিচালক ডঃ আল্লামা হারুন আজিজি বলেন, উক্ত ফাউন্ডেশন তার মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমেদ ও মাতার নামে করা হয়েছে। যাহাতে তাদের আত্বা শান্তি পায়।

ইফতার ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আবদুল হক , ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা আজিজুল হক, মাওলানা আবদুল গফুর প্রমুখ।

এসময় অসহায় দুঃস্থ ৫ শত মানুষের মাঝে চিনি, তৈল, ডাল, পিয়াজ, খেজুর চুলা মুড়ি, সেমাই সহ নানা সামগ্রী বিতরন ও ২৫ টি এতিম খানা, মসজিদে নসদ অর্থ প্রদান করা হয়।

আগামীতে ও এই সাহায়তা অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে