শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনাইমুড়ীতে ২৯০টি ঘর পাচ্ছে ভূমিহীন-গৃহহীনরা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৩, ১৮:১২

মুজিব বর্ষ উপলক্ষে সোনাইমুনি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্প-৩-প্রকল্পের আওতায় ঘর। এ পর্যায়ে ২৩০ টি ঘর দেয়া হচ্ছে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ৫৬৮ টি ঘর।

সোমবার বিকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে বলেন, মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষনা বাস্তবায়নের লক্ষে তাদের পুর্নবাসনের জন্য ২৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবেন ঘর।

আগামী ২২ মার্চ (বুধবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর হস্তান্তর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ঘরের চাবি ও দলিল হস্তান্তর করবেন। তিনি বলেন, লক্ষ্য অর্জিত হওয়ায় এ উপজেলা আগামী জুন মাসের মধ্যে “ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী।

এ উপজেলায় আশ্রয়ন প্রকল্পের জন্য ইউএনও,এসিল্যান্ড,পিআইও অন্যান্য কর্মকর্তাগণ সরকারি বেহাত হওয়া প্রায় ২০ একর সম্পত্তি উদ্ধার করে আশ্রয়ন প্রকল্প করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি শাহিন মিয়া,পিআইও পলাশ চন্দ্র সমাদ্দার। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে