সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

উলিপুরে সাংবাদিকের সহধর্মিণীর কবর মোনাজাত করলেন আব্দুল খালেক

রাজিবপুর (কুড়িগ্রাম)  প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৩, ১৮:৩০
উলিপুরে সাংবাদিকের সহধর্মিণীর কবর মোনাজাত করলেন আব্দুল খালেক
উলিপুরে সাংবাদিকের সহধর্মিণীর কবর মোনাজাত করলেন আব্দুল খালেক

উলিপুরউপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট উলিপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি মমিনুল ইসলাম সহধর্মিণী লাইজু আকতার এর কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা আবদুল খালেক দলের নেতাকর্মীরা।

গত শুক্রবার তিনি ঢ়াকা শেখ হাসিনা বান ইউনিটে বিকাল মৃত্যু বরন করেন মৃত্যু কালে তার বয়স বয়স তার এক ছেলে ও এক মেমে সহ স্বামী রেখে গেছেন। এ সময় স্থাননীয় বিএনপির নেতা কমী গন উপস্থিত ছিলেন কবর মোনাজাত শেষে জন নেতা আবদুল খালেক পারি পারিক খোঁজ খবর নেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে