শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিরাইয়ে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৩, ১৯:৪০

সুনামগঞ্জের দিরাইয়ে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে ও সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বক্তব্য রাখেন সন্তান কমান্ডের এবিএম মাসুম প্রদীপ, শহীদ সর্দার, শাহজাহান মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জয়া সেনগুপ্তা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমাদের সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে