সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কলমাকান্দায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ১৪:০১
কলমাকান্দায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
ছবি-যাযাদি

নেত্রকোণার কলমাকান্দায় বেসরকারি গবেষণা ও উন্নয়ন সংস্থা (বারসিক) এর আয়োজনে বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পল্লী ভবন মিলনাতয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বারসিক কলমাকান্দা রিসোর্ট সেন্টারের সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায় ও বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ খালেক তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মানিক সরকার, ভেটেরেনারি সার্জন আনোয়ার পারভেজ, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সাদিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার সৌহার্দ্য দারিং, গ্রেগরী ম্রং, সাবিনা রেমা, সাংবাদিক ফখরুল আলম খসরু, ইসমাঈল সিরাজী, বিভাস সাহা, শেখ শামীম। সভায় জলবায়ু পরিবর্তনে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় এর থেকে উত্তরণের জনর‌্য কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে