রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

মিরসরাইয়ের দুর্গাপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাঈন মেম্বার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ২১:২৩

মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দুই বারের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মঈন উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মঈন উদ্দিন ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়সহ সব কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব ইউরোপ সফরে যাওয়াতে মঈন উদ্দিন মেম্বার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে