শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৩, ১২:৩৯

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সুর্য্যদয়ের সাথে সাথে সরকারি-কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, দুর্গাপুর প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সুসং সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন ও সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, এমপি মানু মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওসমান গণি তালুকদার, অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান এছাড়া স্থানীয় সকল ধর্মীয় উপাসনালয় গুলোতে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ প্রার্থনা, বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্দনা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে