মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মান্দা মমিন শাহানা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৩, ১০:৪৪
মান্দা মমিন শাহানা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
মান্দা মমিন শাহানা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় মান্দা মমিন শাহানা সরকারি কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র প্রভাষক মফিজ উদ্দিন শাহ এবং শিক্ষার্থী সজীব রানা। শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হারুন-অর- রশিদ আল মাহমুদ। এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে