মানিকগঞ্জের সিংগাইরে গোয়াল ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে দুইটি গরু মারা গেছে।
সোমবার (১২ মে) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর শেখ পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ মহিদুর রহমানের (তারা মিয়া) বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা মোঃ মহিদুর রহমান ( তারা মিয়া) আসন্ন কোরবানি ঈদে বিক্রির উদ্দেশ্যে ৩ মাস আগে দুই লাখ ৬০ হাজার টাকা দিয়ে দুইটি গরু কিনে লালন-পালন করছিলেন। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে হঠাৎ গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। প্রথমে পরিবার ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পরে খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দগ্ধ হয়ে দুটি গরু মারা যায়।
উপজেলা ফায়ার স্টেশন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো: মহিবুর রহমান জানান, খবর পেয়ে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধা মোঃ মহিদুর রহমান বলেন, ব্যবসার উদ্যেশ্য তিন মাস আগে দুই লাখ ৬০ হাজার টাকা দিয়ে দুইটি গরু কিনেছিলাম। আশা ছিল কোরবানির ঈদে সেগুলো বিক্রি করে লাভবান হবো। কিন্তু অগ্নিকাণ্ডে আমার সেই আশার গুরে বালি হয়েছে।
যাযাদি/আর