রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

মহান স্বাধীনতা দিবসে মাইজভান্ডারি ত্বরিকার তাজকিয়া চবি জোনের ইফতার ও দোয়া মাহফিল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৩, ১৩:১৫

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে ঐশীপ্রেমে জাগ্রত মাইজভান্ডারি ত্বরিকায় অনুপ্রানিত সুফিবাদী তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজকিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোনের সহ সভাপতি মো. পেয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য আকিব চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, তৌহিদুল আলম, রমিজ আলী, সাজিদ সামী চৌধুরী, ফয়সাল আহমেদ-সহ উক্ত সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ।

অনুষ্ঠান সম্পর্কে তাজকিয়া, চবি জোনের সম্মানিত সহ-সভাপতি পেয়ারুল ইসলাম বলেন, "বাংলাদেশের স্বাধীনতাকামী বিপ্লবীদের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান যুগের তরুণেরা প্রগতিশীল চিন্তার মধ্যে নিজস্বতা খুঁজে পাওয়া এখন সময়ের দাবী। আমরা, তাজকিয়ানরা, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সেগুলোরই প্রস্ফুটন ঘটানোর চেষ্টা করছি।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সায়েন্স ফ্যাকাল্টি মসজিদে বাদে আসর আকিব চৌধুরীর সঞ্চালনায় ও সকলের প্রাণবন্ত অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পাদিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে