সবুজায়নে শক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শক্তি এই প্রতিপাদ্য নিয়ে বৃক্ষ রোপনের মাধ্যমে শক্তি ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে নীলফামারীতে।মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষ রোপনের উদ্ধোধন করেন সদরউপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, শক্তি ফাউন্ডেশনের নারীর ক্ষমতায়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর নিলুফা বেগম, এরিয়া সুপারভাইজার মোহাম্মদ আহসানুল কবির, ব্রাঞ্চ ম্যানেজার মো: পাপলু মিয়া ও শহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
গত ১লা এপিল ২০২৩ইং ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন দেশের ৫৫ জেলাতে ৩১০০টি বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছে।তারেই অংশ হিসাবে নীলফামারী সদর উপজেলা চত্তর ও খোকসাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে ৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে ।
যাযাদি/এসএস