সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে জাতীয় হিন্দু মহাজোটের উদ্দ্যোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৬ মে ২০২৩, ১৬:৩১
আপডেট  : ২৬ মে ২০২৩, ১৭:১৮
নীলফামারীতে জাতীয় হিন্দু মহাজোটের উদ্দ্যোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
নীলফামারীতে জাতীয় হিন্দু মহাজোটের উদ্দ্যোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী সদর ও জেলা শাখা মানববন্ধন কর্মসূচি ও ঝাড়ু মিছিল করেছে।

স্থানীয় শ্রী শ্রী কেন্দ্রীয় শিব মন্দির চত্বরে থেকে সকাল সাড়ে ১০টায় একটি ঝাড়ু মিছিল বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লাণ পাদদেশে ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলাকালে জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সঞ্জয় কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী সদর উপজেলা শাখার আহবায়ক মুকুল রায় ও সদস্য সচীব বাসুদেব রায়সহ ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে