শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাঙ্গুড়ায় চার দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন বিদ্যুৎ কর্মী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ৩০ মে ২০২৩, ০৯:৫০

শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চারদিন চিকিৎসাধীন থাকার পরে মৃত্যুবরণ করেছেন আলাউদ্দিন মন্ডল (৪৮) নামে একজন বিদ্যুৎ কর্মী। তিনি পবিস-১এর ভাঙ্গুড়া জোনাল অফিসের গ্রিট সুইচিং স্টেশনে ভাঙ্গুড়া-২ সিনিয়র লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিহত আলাউদ্দিন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী গ্রামের আবুল কাসেম মন্ডলের ছেলে।

ঘটনার সূত্রে প্রকাশ, গত বৃহস্পতিবার(২৫মে) দুপুর সাড়ে বারোটার দিকে সুইচিং স্টেশনে ৩৩ কেভি ফিডারে ব্রেকার্স সোর্স সাইডে কাজ করার সময় আকস্মিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হয় আলাউদ্দিন।এ ঘটনায় তার শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে যায়। এ সময় তার সহকর্মীরা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। সেখানে গত চার দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার(২৯মে)বিকাল পাঁচটার দিকে মারা যান তিনি।

পল্লী বিদ্যুতের ভাঙ্গুড়া জোনাল অফিসের ডিজিএম শামসুল নূরুল হুদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ শোক জানিয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে