রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কটিয়াদীতে মাতৃদুগ্ধ পান কর্ণার ও বসার শেড উদ্বোধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ৩০ মে ২০২৩, ১৮:৫০
কটিয়াদীতে মাতৃদুগ্ধ পান কর্ণার ও বসার শেড উদ্বোধন
কটিয়াদীতে মাতৃদুগ্ধ পান কর্ণার ও বসার শেড উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস চত্ত্বরে মাতৃদুগ্ধ পান কর্ণার ও সেবা গ্রহিতাগণের জন্য আধুনিক মানের একটি বসার শেড উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কর্ণার ও বসার শেড উদ্বোধন করেন উপজেলার সাব-রেজিস্টার মোহাম্মদ আব্দুল মোতালেব। এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারন সম্পাদক মাইনুল হক মেনু, অফিস সহকারী মোছাঃ হেনা বেগম, মোহরার মোছাঃ লতিফা বেগম, মোস্তারি বেগম শিউলি, উজ্জল কুমারসহ দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার নকল নবীস সহ এ অফিসে আসা সেবা গ্রহিতাগণ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে