বাগেরহাটের চিতলমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আত্ম-সামাজিক উন্নয়ন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশন জেলা ব্যাপী সেবামূলক কাজের স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি চিতলমারী উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে তাদের কাজের পরিধি সীমাবদ্ধ রাখলেও সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় থেকে নিবন্ধন সনদ লাভ করে। নিবন্ধন সনদপত্র নং- বাগের-৯৪৯/২০২৩। সমাজ সেবা অধিদপ্তের এই স্বীকৃতি প্রাপ্তীতে এখন থেকে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি বাগেরহাট জেলার ৯ টি উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকার কাজ অনুমতি পেল।
যাযাদি/ এস