শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চিতলমারীর স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক ফাউণ্ডেশনের জেলা ব্যাপী কাজের স্বীকৃতি অর্জন

চিতলমারী প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৮
চিতলমারীর স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক ফাউণ্ডেশনের জেলা ব্যাপী কাজের স্বীকৃতি অর্জন

বাগেরহাটের চিতলমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আত্ম-সামাজিক উন্নয়ন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশন জেলা ব্যাপী সেবামূলক কাজের স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি চিতলমারী উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে তাদের কাজের পরিধি সীমাবদ্ধ রাখলেও সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় থেকে নিবন্ধন সনদ লাভ করে। নিবন্ধন সনদপত্র নং- বাগের-৯৪৯/২০২৩। সমাজ সেবা অধিদপ্তের এই স্বীকৃতি প্রাপ্তীতে এখন থেকে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি বাগেরহাট জেলার ৯ টি উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকার কাজ অনুমতি পেল। এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার মন্ডল জানান, ফ্রান্স প্রবাসী দেবনারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় ও সংগঠনের নির্বাহী কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় পিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশন বিগত কয়েক বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষা বৃত্তি প্রদান, দুঃস্থদের চিকিৎসা সহায়তা প্রদান, ঈদ বস্ত্র প্রদান, কম্বল বিতরণ, গৃহহীনকে ঘর করে দেয়া, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন ধরণের সেবামূলক কাজ করে যাচ্ছে। সমাজ সেবা অধিদপ্তের এ সনদ প্রাপ্তীতে সংগঠনের কাজের পরিধি আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেণ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে