রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৪
শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বিলভরট গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশু সাহাবীর সাজ্জাদ (১৫ মাস) ওই গ্রামের জহিরুল মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খেলার এক পর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু সাহাবীর সাজ্জাদ। খোঁজাখুজির এক পর্যায়ে শিশুর পিতা জহিরুলের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করলে মৃত অবস্থায় দেখতে পায়।

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে