শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

বোয়ালমারীতে নৌকা বাইচ ও মেলা উদযাপন কমিটির সভাপতি লিটু সিকদার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪
বোয়ালমারীতে নৌকা বাইচ ও মেলা উদযাপন কমিটির সভাপতি লিটু সিকদার

ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্যবাহী তেলজুড়ি নৌকা বাইচ ও মেলা উপলক্ষে গঠিত মেলা উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন গণমাধ্যম কর্মী লিটু সিকদার। এ বছর মেলার ১২৩তম বার্ষিকী। সভাপতির দায়িত্বপ্রাপ্ত লিটু সিকদার স্থানীয় দৈনিক সময়ের প্রত্যাশা এবং সাপ্তাহিক আগামীর প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক।

উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মেলাও বসে। মেলাকে কেন্দ্র করে আশেপাশের কয়েকটি গ্রামে সেপ্টেম্বর মাস জুড়েই উৎসবের আমেজ বিরাজ করে। মিষ্টি, ফাস্ট ফুডের দোকানসহ বিভিন্ন পণ্যের পসারা সাজিয়ে বিক্রেতারা নৌকা বাইচের ১৫-২০ দিন আগে থেকেই তাদের অস্থায়ী দোকান দেন।

স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে এ বছর মেলা আয়োজনে অনিশ্চয়তা দেখা দিলে এক পর্যায়ে স্থানীয়রা সর্বসম্মতিক্রমে লিটু সিকদারকে সভাপতির দায়িত্ব দেন।

নৌকা বাইচ ও মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার।

এ ব্যাপারে মেলা উদযাপন কমিটির সভাপতি মো. লিটু সিকদার বলেন, সবাইকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে এবারের নৌকা বাইচ ও মেলা জাঁকজমকপূর্ণভাবে পালন করবো বলে আশা করছি। মেলা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সবাই সহযোগিতা করছে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক নৌকাকেই এ বছর পুরস্কৃত করা হবে। এছাড়া ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে