ময়মনসিংহের গৌরীপুর থানা পলিশ অভিযান চালিয়ে ২ দিনে মাদক মামলার সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে।
সাজা প্রাপ্তরা হচ্ছে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মোজাম্মেল হক,শ্যামগঞ্জ বাজারের ফুলচান রবি দাসের ছেলে রিপন রবি দাস ও নওপাই গ্রামের হারেছ।
থানা সুত্রে জানা গেছে, এএসআই শাহিনুল বারী, দেলোয়ার ও সাহাদাত বিশেষ অভিযান চালিয়ে (২০ সেপ্টেম্বর) রাতে শ্যামগঞ্জ বাজার থেকে মাদক মামলার দেড় বছরের সাজা প্রাপ্ত আসামী রিপন রবি দাস ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী হারেছকে গ্রেফতার করে। এছাড়া ২১ সেপ্টেম্বর রাতে শ্যামগঞ্জ বাজার থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোজাম্মেল হককে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, গ্রেফতারকৃতরা সবাই সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাদেরকে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
যাযাদি/ এম