ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কমিটি ‘রাজাকার সন্তান’ মুক্ত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গফরগাঁও উপজেলার মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর ) সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গফরগাঁও উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সকাল ১১ টা থেকে দুপুর ১২টা ঘন্টাব্যাপি মানবন্ধনে উপজেলার প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়। ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।
বক্তব্যে তারা জানান, সদ্য ঘোষিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে স্থান পাওয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট কায়সার আহম্মেদ, আবুল হোসেন এবং সহসভাপতি ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল ৭১ এর রাজাকার ও যুদ্ধাপরাধী পরিবারের সন্তান। তাদের তিনজনেরই বাড়ি গফরগাঁও উপজেলায়। জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাওয়া সহসভাপতি ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলের বাবা মাওলানা আব্দুল বাতেন, নানা আনিসুর রহমান মুর্শিদাবাদি, মামা সুবাইলি, উপদেষ্টা এডভোকেট কায়সার আহম্মেদের পিতা আমিনুল হক চানু ও আনোয়ার হোসেনের পিতা আব্দুর রশিদ ৭১ এ মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিরোধি ও যুদ্ধাপরাধে যুক্ত ছিলেন। বীর মুক্তিযোদ্ধারা এই ‘তিন রাজাকার’ সন্তানকে জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বাদ দেওয়ার জন্য সাত দিনের আল্টিমেল্টাম দেয়।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর,২০২২ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শুধু সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়। গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়ায়দুল কাদের এমপি স্বাক্ষরিত পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
যাযাদি/ এসএম