রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গাজীপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার 

গাজীপুর প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ০৯:৫৬
গাজীপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার 
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া লাশটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের সাহা আলীর ছেলে আমিনুল ইসলামের (৩০) বলেন কোনাবাড়ি থানার ওসি একেএম আশরাফ উদ্দিন।

কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান জানান, আমিনুল কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়ি সপরিবারে ভাড়ায় থেকে অটোরিকশা চালাতেন। শনিবার দিবাগত রাত আটটার দিকে প্রতিদিনের মতো ভাড়ায়চালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বেরিয়ে যান এবং পরে নিখোঁজ হন আমিনুল।

স্থানীয়রা রাতে বাসার অদূরে আমিনুল ইসলামের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের লাশের পাশে অটোরিকশা এবং সঙ্গে থাকা টাকা পয়সা ও ছিল। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে