রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের শোক

চট্টগ্রাম অফিস
  ০১ অক্টোবর ২০২৩, ১০:১৮
সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের শোক
সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের শোক

দৈনিক যায়যায়দিনের চট্টগ্রামের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে হেলাল উদ্দিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

পৃথক এক বিবৃতিতে সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক , সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন প্রতি সমবেদনা জানিয়েছেন।

হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে শুক্রবার রাতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

হেলাল উদ্দিন চৌধুরী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

দৈনিক যায়যায়দিন চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার নুরউদ্দীন খান সাগর জানান, যায়যায়দিনের প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্যুরো প্রধান হেলাল উদ্দিন কক্সবাজারে আমাদের সাথে ছিলেন। শুক্রবার সকালে হোটেলে নাস্তা শেষে বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণ হোটেলে অবস্থান করে তাকে সদর হাসপাতালে আনা হয় বেলা ১২টার দিকে। এখানে প্রাথমিক চেকআপের পর ডাক্তাররা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে সিসিইউ’তে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে