২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আজ সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ -৩ ( মুন্সীগঞ্জ ও গজারিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। সভায় মুন্সীগঞ্জের এ প্রধান চিকিৎসালয় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ জেলার স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক চিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে যে অবস্থায় আছে তার থেকে আরো উন্নত সেবা দেয়া দালালদের দৌরাত্ম্যের বিলোপের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা মোঃ মনজুরুল আলম, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলী আমজাদ দপ্তরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) বদিউজ্জামান, জেলা বিএমএ'র সভাপতি ডা. আক্তার হোসেন বাপ্পী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, জেনারেল হাসপাতালের সহকারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদ, পরিচালক ডা. আবু হেনা মো. জামাল, ডা. জুবায়ের হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাদিউজ্জামানসহ কমিটির অন্য সদস্যরা।