'স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে পার্বতীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর জেলার পার্বতীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা,প্রশিক্ষণ সনদ বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।
বুধবার (১ নভেম্বর) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান ও পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোত্তালেব হোসেন।
এ সময় স্হানীয় বিভিন্ন সরকারী বে-সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা অনুষ্ঠানে আগে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের মাঝে ঋন বিতরণ করা হয়। যাতে তাঁরা পরিবার পরিজন নিয়ে সাবলম্বি হতে পারেন। এছাড়াও যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও গাছের চারাও বিতরণ করা হয়।
যাযাদি/এসএস