সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পার্বতীপুরে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৩, ১৯:৩০
পার্বতীপুরে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পার্বতীপুরে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিনাজপুরের পার্বতীপুরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে স্হানীয় আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর ৩ রা নভেম্বর মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধু সহচর, জাতীয় চার নেতাকে নির্মমভাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে হত্যা করা হয়।

জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানাতে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে